১৭ জুলাই
— স্বপন বিশ্বাস
যে মরে অধিকারের জন্য—
সে কি মরে?
না, সে জেগে থাকে!
ইতিহাসে, রক্তে, পাঁজরে পাঁজরে।
১৭ জুলাইয়ের রক্তজ বারুদ
লেগে আছে আকাশে বাতাসে,
সেই দুপুর জানে—
কে কতটা সাহস রাখে বুকের পাশে।
ওরা ছিল কণ্ঠ—
আত্মার কথা,ভাঙা বুকের জ্বলন্ত ব্যথা।
ওরা উঠেছিল প্রশ্ন হয়ে,
ফিরলো রক্তে—নিরুত্তর শব হয়ে।
গুলির শব্দ থেমে গেছে
,তবু থামে না প্রতিবাদ!
মাটি আজও চিৎকার করে—
“জেগে থাকো!
ভুলে যেয়ো না সেই রক্তের জাত।”
ওরা এখন কেবল নাম নয়
,ওরা প্রতিজ্ঞা—
নবজন্মে জেগে উঠবে
, আগুনে, সাহসে, দৃশ্য আর ধ্বনিতে!
136
View