পড়ালেখা করো মন দিয়ে ভাই,
এতেই আছে ভবিষ্যতের ছায়া ঠাঁই।
বইয়ের পাতায় গাঁথা যত জ্ঞান,
তাই দিয়ে গড়বে স্বপ্নের সন্ধান।
শিশু থেকে বড়, যারাই পড়ে,
তাদের জীবন আলোয় ভরে।
লেখাপড়া শেখায় কীভাবে চলতে,
কঠিন সময়েও মাথা উঁচু রাখতে।
শব্দের মাঝে লুকানো আশা,
চিন্তার পালে জ্ঞানের বাতাস।
কালো কালিতে লেখা সব কথা,
হয় জীবনের সফলতা-নাথা।
যে পড়ে, সে জানে কীভাবে জিততে,
অন্ধকারে থেকেও আলো খুঁজে নিতে।
তাই বন্ধু, বইকে করো সাথী,
এটিই তোমার জীবনের অমূল্য বাথি।