বিষে নীল দেহ
পঞ্চদশ পর্ব
অমল সরকার
মিটফোর্ডের গেটের সামনে রিকশা থামলো। নামলো নাইমা ও সাইমা দুই বোন। সোজা রেজিস্ট্রার রুমে গিয়ে বসে থাকা লোক টা কে জিজ্ঞেস করে নাইমা
--- গত কাল দুপুরে একটি ছেলে আহত হয়ে ভর্তি আছে। তার ডাটা দিবেন?
-- ম্যাডাম, এখানে হাজার হাজার রোগী ভর্তি হচ্ছে। ইন্ডিগেট করে বলা মুশকিল।সাইমা বললো
-- গতকাল দুপুরের পরে। টাইম টা দেখে বলেন, আমরা খুঁজে নেব।
-- আচ্ছা দাড়াঁন, আমি রেজিষ্টার দেখে নি। বলেই সে খাতা উল্টে বললেন -,শাওন নামের একজন রোগী ভর্তি আছে। শাওনের নাম শুনেই নাইমা সাইমার চোখে মুখে বিদ্যুৎ ঝলক খেলে।
-- কতো নম্বর বেডে?
--- বিয়াল্লিশ নম্বর বেডে আছে। নাইমার আর তর সইছিলোনা। দ্রুত সাইমার হাত ধরে টেনেই ভিতরে চলে যায়। ওয়ার্ডে ওয়ার্ডে খুজতে থাকে। সে রকম কোন রোগী দেখা গেল না। সময় যায় নাইমার
খুশি মনটা ক্রমে ফ্যাকাসে হতে থাকে।
সাইমা বিরক্ত হয়ে বলে
---- আর কতো খুঁজবি? চল।
--- দাঁড়া, আর একটু দেখি। বেড থেকে ও বেড হেটে হেটে দেখতে থাকে। নিরুপায় হয়ে নিরাশ মনে নাইমা সাইমাকে বলে
--- সাইমা ও কি সত্যি শাওন ছিলো?
--- আমি তো কালই বললাম তুই তো বিশ্বাসই করলি না।