গল্প
ইট মাথায় নিয়ে
অমল সরকার
আলম ইট মাথায় সাজায়। ছয়খানা ইট দুই সারিতে মাথায় তুলে নিলো।সহকর্মী নিজাম বললো
- কি ছয় খান ইট নিচ্ছিস। এভাবে কাজ আগায়? আমরা আট দশ খান ইট মাথায় নেই। আলম বললো
---তুই আটদশ কেন বারো ষোল খান নিলেও নিতে পারিস। আমি ছয়খানাই নেবো। নিজাম রাগ করলো।
--পারবিন! তো কাজ করতে এসেছিস কেন?, আলম বললো
-- শোন নিজাম তুই যোগালে, আমিও যোগালে তাই এক সাথে কাজ করি। তুই পাহার ঠেলে নিবি আর আমাকেও নিতে বলবি, আমি তো নাও পারতে পারি তাই না? ওই যে তুই বললি না কাজে আসিস কেন। কাজ আমি দৈনিকই করবো কিন্তু তোর সাথে না। নিজাম আরো রেগে যায়।বলে
--- কামলার আবার বড় বড় গল্প।
কাকতালীয়ভাবে হঠাৎ বেখেয়ালে নিজামের মাথা থেকে একটি ইট পড়ে পা থেতলে যায়। রক্ত বেড় হতে থাকে। আলম দ্রি