বিশ্ব নাগরিক হিসেবে
নিজেকে প্রতিষ্ঠিত করুন
৩
আমরা এই মানুষ প্রাণ বর্তমান বিশ্বের বহু মতবাদে উদ্বুদ্ধ। যার কারনে কেউ কারো সাথে মিল খাওয়ানো কষ্টকর। এতে অনেক বিপত্তিও হয়ে থাকে।
মনে করি এই পৃথিবী গ্রহের আমি এক জন বাসিন্দা। অন্য কারো লক্ষ্য যাই হোক আমার বিবেক বুদ্ধি চেতনা বিচার ও ইচ্ছাকে লক্ষ্য মেনে নিজের জীবন পথে চলা। কারো দ্বারা প্রভাবিত না হয়ে আপন স্বতন্ত্র স্বত্বা কে বিকশিত রাখাতে হবে জীবন ও কর্মের মাধ্যমে তবেই বিশ্ব মানবের সারিতে নিজেকে দ্বার করাড়ানো যাবে।
বর্তমান সমাজে যে কেউ মনে করে এই পরিবেশে নিজেকে নিয়মের বেড়াজালে আটকে রাখলে শেষ হয়ে যাওয়ার সম্ভবনা বেশি। কথাটা সমাজ চিত্রে তাই বলে। আর এই দর্শন বেঁচে থাকার দর্শন নয়। বহু মত ও ইচ্ছে স্বাধীনতা আর গাভাসা চলাও তো কাউকে স্বস্তি দিতে পারছেনা।
লক্ষ করা যাচ্ছে আট শত কোটি মানুষের এই পৃথিবীতে কোটি কোটি চাওয়া পাওয়া দীর্ঘ লাইনে মনের ইচ্ছে পূরণ করতে ব্যর্থ হচ্ছে আবার যা নিয়ে সুখে থাকবে তা কোন দিন গ্রহণই করনি।
অবস্থা টা এমনি দাঁড়িয়েছে কে কি করলো, কে কি বললো কে কি বিশ্বাস অবিশ্বাস করে নিজের আমলে না রেখে
বিশ্ব মানষিক বোধসম্পন্ন এক সঠিক মানুষ হিসেবে তৈরি করা। সবাই তা করলে পৃথিবীর চেহারা বদলে যাবে।