Posts

নিউজ

আজীবন সম্মাননা পাচ্ছেন মার্গারেট অ্যাটউড

July 18, 2025

নিউজ ফ্যাক্টরি

70
View

বুকারজয়ী কানাডিয়ান লেখক মার্গারেট অ্যাটউডকে আজীবন সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এলেনর রুজভেল্ট সেন্টার। যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থাটি জানিয়েছে, চলতি বছরের অক্টোবরে ৮৫ বছর বয়সী এই লেখকের হাতে আনুষ্ঠানিকভাবে ‘এলেনর রুজভেল্ট অ্যাওয়ার্ড ফর ব্রেভারি ইন লিটারেচার’ পুরস্কার তুলে দেওয়া দেওয়া হবে।     

মার্গারেট অ্যাটউড, বিখ্যাত ডিস্টোপিয়ান উপন্যাস ‘দ্য হ্যান্ডমেইডস টেল’ এর লেখক। এ বইটি মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে নিষিদ্ধ বইগুলোর মধ্যে একটি। তার উপন্যাস ‘অরিক্স অ্যান্ড ক্র্যাক’ উটাহ অঙ্গরাজ্যের সকল পাবলিক স্কুল থেকে নিষিদ্ধ ১৮টি বইয়ের মধ্যে একটি।

এলেনর রুজভেল্ট অ্যাওয়ার্ড ফর ব্রেভারি ইন লিটারেচার পুরস্কারটি ২০২৪ সাল থেকে দেওয়া হচ্ছে। গত বছর আজীবন সম্মাননা পেয়েছেন মার্কিন লেখক জুডি ব্লুম।

১১ অক্টোবর নিউইয়র্কে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মার্গারেট অ্যাটউডকে এই সম্মাননা প্রদান করা হবে। মঞ্চে তার সাক্ষাৎকারও নেওয়া হবে। 

উল্লেখ্য, মার্গারেট অ্যাটউড কানাডিয়ান কবি, ঔপন্যাসিক, সাহিত্য সমালোচক, প্রাবন্ধিক, শিক্ষক এবং পরিবেশবাদী কর্মী। এ পর্যন্ত তার ১৮টি কবিতার বই, ১৮টি উপন্যাস, ১১টি ননফিকশন, ৮টি শিশুতোষ বই , ২টি গ্রাফিক নভেল প্রকাশিত হয়েছে। তিনি ২ বার বুকার প্রাইজ পেয়েছেন। তার উল্লেখযোগ্য বইগুলো হলো, দ্য হ্যান্ডমেইডস টেল, সারফেশিং, ক্যাটস আই, দ্য ব্লাইন্ড এসাসিন, দ্য টেস্টামেন্টস, অরিক্স এন্ড ক্র্যাক।

সূত্র: কিরকাস  

  

Comments

    Please login to post comment. Login