Posts

চিন্তা

ভালো ও খারাপকে কোন গোষ্ঠী দ্বারা আইডেন্টিফাই করা উচিৎ নয়।

May 27, 2024

গোলাম সারোয়ার অনিক

Original Author গোলাম সারোয়ার অনিক

95
View
খারাপ সব জায়গায়ই খারাপ, খারাপের কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান,ইহুদি, মুসলিম হয় না। যিনি খারাপ তিনি যে ধর্মেরই হোক না কেন তিনি খারাপ। 
ভালোর ক্ষেত্রেও বিষয়টা অভিন্ন।ভালোরও কোন ধর্ম হয় না, হিন্দু ধর্মালম্বীদের মধ্যেও ভালো আছে আবার ভালো আছে মুসলিম, খ্রিষ্টান এমনকি ইহুদিদের মধ্যেও। কোন ধর্মের অনুসারীদের আচরণ দেখে সে ধর্মকে জাস্টিফাই করা অনুচিত। এই যেমন, যেখানে বড় মুসলিম দেশের বড় বিশ্ববিদ্যালয়ে অনেক মুসলিম ছাত্র-ছাত্রীই আছে যারা ফিলিস্তিন ইস্যুতে আলোচনায় আসার মত বড় কোন প্রতিবাদ করেনি। অথচ ই*সরাইল সমর্থিত আমেরিকার অনেক বড় বিশ্ববিদ্যালয়ের খ্রিষ্টান ধর্মালম্বী ছাত্র-ছাত্রীরাও পুলিশের লাঠিচার্জ উপেক্ষা করে ই*সরাইলের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। আর আমরা খারাপের তুলনাই করি অন্য ধর্মের নাম উল্লেখ করে।

ভালো ও খারাপকে কোন গোষ্ঠী দ্বারা আইডেন্টিফাই করা উচিৎ নয়। 

Comments

    Please login to post comment. Login