গল্প
রিকশা অলা
অমল সরকার
শিয়াম দ্রুত রিকশা থেকে নেমে ঝড়ের বেগে গলিতে নিজের অফিসে যাচ্ছে।
রিকশা অলা গাড়ি টান দিতে যাব, দেখে সিটের উপর একটা ব্যাগ। কালো রঙের ব্যগটা রিকশা অলা হাত দিয়ে দেখে অনেক ভারি। ব্যাগ টা রিকশার পাদানীর তলায় রাখে। এর মধ্যে এক যাত্রী এসে বলে
-- এই নীলক্ষেত যাবি।
--- না,স্যার।
-- বসে আছিস আর যাবিনা, মানে। রিকশা অলা ভাবলো, ব্যাগটাতে দামী কাগজ পত্র থাকতে পারে। যদি ভাড়া নিয়ে এখান থেকে চলে যায়। ওই স্যারের যখন মনে পড়বে তখন খুঁজতে আসবে। আমাকে না পেলে হারিয়ে গেছে মনে করবে। এতে উনার অনেক ক্ষতিও হতে পারে। তাই সে এখানেই দাঁড়িয়ে আছে। যাত্রী রেগে বলে
--- এই। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস। আমি তোর ভাড়া ডাবল দেব চল।
--- আমি তো বললাম স্যার, আমি যাবো না।
যাত্রী লোকটি দ্রুত না গেলে চাকরির ঝামেলা হবে। নিরুপায় হয়ে জোড় করে রিকশায় উঠে চল। রিকশাওয়ালা রেগে বলে
----আপনি তো আচ্ছা লোক? লোকটি রেগে রিকশা অলার গালে চড় মারে। আরো একটা চড় মারবে তখনই হঠাৎ পাশ থেকে হাতটা কে যেন ধরে ফেলে। হাত ধরা লোকটি জিজ্ঞেস করে
-- তোমার রিকশায় এসেছিলাম না?
--- জ্বী স্যার।