Posts

গল্প

ঘোমটা পরা নতুন বউ ২

July 19, 2025

SECRAT STRANGER

54
View

এটা অনেক আগের কথা আমার বড় মামানি তখন বাবার বাড়িতে যায়।আমাদের নানুর বাড়িতে মিলাত পড়ানো হয়।রাতের বেলা কয়েকজন হুজুরের জন্য খিচুড়ি রান্না করছিলেন আমার ছোট মামানি।তিনি অনেক ভালো রাধুনি। রান্নাঘর ছিল ঘর থেকে বাহিরে। মামানি রান্না করার সময় খেয়াল করেন তার পেছনে কেউ দাঁড়িয়ে। তিনি পেছনে ঘুরে দেখেন ঘোমটা দেওয়া একটা বউ।বউটা একটু বেশি লম্বা।মামানি তাকে না চিনতে পেরে,তাকে প্রশ্ন করেন। তখন বউটা বলে "তুমি খুব ভালো রান্না কর আমি পাশের বাড়িতে থাকি।তোমার রান্না শেষ হলে আমাকে একটু দিয়ে যেও"।মামানি অনেক খুসি হয়ে যায়।রান্না শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়।রান্না শেষ করে তিনি প্লেট দিয়ে ভরে খিচুড়ি নিয়ে যান পাশের বাড়িতে। কিন্তু দেখেন তাদের বাড়ি পুরো অন্ধকার। পরে তিনি ভাবতে থাকেন ঘোমটা পরা বউটা কে ছিলো।তিনি পিছনে ঘুরতে পারছিলেন না। তার অনেক ভয় লাগছিলো।পরে তিনি তাড়াতাড়ি করে ঘরে চলে আসেন। পরে তার নজর যায় পেয়ারা গাছের উপর। পেয়ারা গাছের উপর ওই বউটা পা নাচাচ্ছ। এটা দেখে আমার মামানি জ্ঞান হারায়। পরে হুজুরা এটা দেখে তাকে দোয়া পড়িয়ে দিয়ে যান।আর বলেন বাড়িতে যা রান্না করা হবে আগে যেন তার কিছু অংশ পেয়ারা গাছের নিচে ফেলে আসা হয়।

Comments

    Please login to post comment. Login