Posts

উপন্যাস

নীলান্জনার ফিরে আসা (Premium)

July 19, 2025

Omol Sarkar

Original Author অমল সরকার

0
sold
নীলান্জনার ফিরে আসা
অমল সরকার
সপ্তদশ পর্ব

নীলান্জনা মামাতো বোন মিনুর সাথে মার্কেটে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলো। তখন রুমে ঢোকে মামির বাবার বাড়ির পাশের বাড়ির রমেশ। হাসি মুখে বলে
--- আরে মিনু তুই কোথায় যাচ্ছিস?
-- আপনার জেনে লাভ?
-- না, এমনি।
কেউ কোন কথা বলছে। নীলান্জনা ব্যাগে কিছু টাকা নিলো। নীরবতা ভেঙে রমেশ বলে
--- মিনু তোর দিদি কি কথা বলতে পারে না।
নীলান্জনার রুচি নেই রমেশের সাথে কথা বলার। অগত্যা বলে
--- মিনুর দিদি কথা বলতে পারে তবে সব সময় সব জায়গায় নয়। ও কে?
নীলান্জনার কথায় রমেশ লজ্জা পায়। তখন রুমে আসে মামি বলে
--- নীলু কোথায় যাচ্ছিস? নীলান্জনা বলে
--- এই কিছু কেনা কাটা করতে যাবো মার্কেটে। মামি রমেশের নীরবতা দেখে মামি বলে
--- রমেশ কে সাথে নিয়ে যা। দুই দিন হলো বেড়াতে এসেছে ছেলেটা তোরা কেউ কথাই বলছিস না।
নীলান্জনা বলে মামি তুমি তো জানই আমি বাহুল্য প্যাচাল পছন্দ করি না। তাছাড়া প্রয়োজন হলে কথা বলা যায়।
মামি জানে নীলা কোন বাজে কথা ফাজলমো পছন্দ করেনা। যে জন্য টমেশ কে আসতে বলা তা যেন হোচট খাচ্ছে মনে হলো মামির।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login