শাওন কয়েক দিন হলো দুই দফা দূঘর্টমায় পড়ে মানষিক ভাবে দূর্বল হয়ে গৈছে। মনে মনে নিজেকে শক্ত রেখে বেঁচে থাকতে চায় নাইমার জন্য। যাকে শাওন প্রাণের চেয়েও ভালবাসে। বাইড়ে থেকে ঘুরে আবার বেডের কাছে আসে। পাশের বেডের মহিলা রোগী শাওন কে বলে
--- কোথায় গিয়েছিলেন? আপনাকে দুই টি মেয়ে এসেছিলো।
-- কেমন দেখতে মেয়ে দুই টি?
--- নাইমা আর সাইমার চেহারার বর্ণনা দেয় মহিলা। তার কথা শুনে চমকে ওঠে শাওন।হৃদয়ের মধ্যে এক পশলা শীতল বাতাস বয়ে যায়। ভাবে তাহলে কি নাইমা এসেছিলো? মহিলার কাছে শাওন জিজ্ঞেস করে
---- কিছু বলেছে?
---ওই মেয়ে দুইজন তন্ন করে খুঁজে একজনের কাছে বললো আপনার চেহারা মতো কোন রোগী গতকাল ভর্তি হয়েছে কিনা? তারাই আপনার বেড দেখিয়ে বললো, এই বেডের রোগী। হয়তো বাইড়ে গেছে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করেছিলো। শাওন আশ্চর্য হয়ে পড়ে যে কয়েক দিন আগে মনের দুঃখে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলো সেই নাইমাই আমাকে খুজছে? বিষয়টা শাওনের কাছে অবিশ্বাস্য মনে হলো, আবার হতেও পারে।
কেউ শাওনের খোঁজ পাচ্ছে না। মোবাইল টাও এক্সিডেন্টের সময় হারিয়ে গেছে।