কবিতা
ভিক্ষার ঝুলি
অমল সরকার
ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে
চেয়ে বেড়াই কতো কাকুতি মিনতি করে।
খুঁজে বেড়াই চাওয়া ভক্তি রসের রাস্তা ধরে
দ্বারে দ্বারে হেটে মরি মনে মনে তারে স্মরি।
আমি প্রেম এক মুঠো বা ভালবাসা কিছু
না বোঝা ভাষা ছাড়ে না যে আমার পিছু।
আমি অর্থের ভিকারি নই আমি ধনবান
আমার দরকার আসল অর্থ সেই ভগবান।
তিনি আমার সাথে চলে অন্যভাবে বলে
আমি না বুঝে পাগল হই তার কৌশলে।
সে থাকে হৃদয়ের মধ্যিখানে সদা জাগ্রত
আমি বাইড়ে করি নিজের মাথাটাকে নত্।
আমার মাঝে সে থাকতে বিরাজমান
ভিকারি হয়ে ভিক্ষা করি হায় দয়াবন।
This is a premium post.