অমল সরকার
জ্বলছে আগুন শিখা হয়ে
গ্রেহস্থর স্ত্রী কাঠের খড়ি দেয় উনুনে
আগুন জ্বলে দাউ দাউ উর্ধ্বে
পরিবারের লোক জনের পেটের খিদে
জ্বলছে অব্যক্ত অভিন্নতায়।
চাল ডাল তেল লবন সাবান সোডা
নিত্যদিনের পন্যে বাড়তি ম্যাচ জ্বলে
অর্থের জলাঞ্জলি দিয়ে পকেটে আগুন
আয়ের খড়ের গাঁদায় দাউ দাউ শিখা।
রাজনৈতিক অঙ্গন গণমাধ্যমের সঙ্গে
মিল অমিলের ঘষাঘষি বারুদের বিস্ফোরণ রাজপথে টায়ার জ্লছে।
হৃদয়ের সব টুকু নিংড়ে দেওয়ার পর
প্রাচুর্যের মোহে অন্যের হাত ধরে
দন্ত বিকশিত বদনে সুখে স্বর্গে গমন
বিচ্ছেদের জ্বালা বুকে নিয়ে
কাঠ খড় হীন মনটাতে
জ্বলছে আগুন শিখা হয়ে।
This is a premium post.