গল্প
প্রাণ পদদলিত
অমল সরকার
জুতা মোজা পায়ে পড়নে প্যান্ট গায়ে শার্ট
হাতে লেদার ব্যাগ। চোখে শানগ্লাস হাতে ঘড়ি পুরো দস্তুর ভদ্রলোক। আনন্দ বাজারের মোড়ে এসে একজনের কাছে জিজ্ঞেস করে
--- হাই, হ্যালো? লোকটি শহরের ভাষা না বুঝে চলেই যাচ্ছে। আবার ভদ্রলোক তাকে, এই আপনাকে কি বললাম শুনতে পাননি। লোকটি এবার বোঝে তাকেই বলা হয়েছে। উত্তরে বলে
--- বলুন কি বলবেন?
শ্রীপুর গ্রাম কোন দিকে?
তারা যেখানে দাঁড়িয়ে সেই রাস্তার একটু দূরে। মাঝে শুধু একটা বড় ধানের মাঠ। লোকটি ওনাকে দেখিয়ে বললো
-- এই তো গ্রাম। এটাই শ্রীপুর।
যাবো কিভাবে ঘুরে যেতে হবে। লোক টি বিরক্ত হয়ে পাঁকা ধান মাড়িয়ে সোজা সুজি হাটতে থাকে। এই দৃশ্য দেখে ধান ক্ষেতের কৃষক আলাউদ্দিন দৌড়ে এসে ভদ্রলোক কে আটকে বলে
--- এই আপনি কি করছেন?
--- এই গ্রামে যাবো তাই সোজা হেটে যাচ্ছি।
--- আপনি আমার প্রাণ পদদলিত করে যাচ্ছেন। ঘুরে যান নইলে আমি আপনাকে চ্যাংদোলা করে ওই কাঁদা মাটিতে চুবাবো।
নিরুপায় ভদ্রলোক বললেন
---সরি ভাই ভুল হয়ে গেছে।