Posts

উপন্যাস

ছায়াতল (পর্ব - ১) (Premium)

July 20, 2025

Tonu Akhter

0
sold
হঠাৎ ভর দুপুরে বাড়িতে মেহমান আসলে রিয়া খুব বিরক্ত হয়। আজ সেরকমি কিছু একটা ঘটল। রিয়ার ছোট ফুপি আঁখি এসেছে। যদিও এসময় ওর ছোট ফুপির ঢাকায় আসার কথা না কিন্তু শ্বশুর বাড়িতে ঝামেলা হয়েছে তাই সে রাগ করে চলে এসেছে।
আঁখির দুটো মেয়ে বাচ্চা আছে। বাচ্চা দুটি বাড়িতে
ঢুকার সাথে সাথেই হইচই করা শুরু করে দিয়েছে। মোটামুটি ভাল একটা ঘুম উপেক্ষা করে রিয়া পাশের
রুমে এসে দাঁড়িয়ে ওদের হইচই দেখতে লাগল।
আখিঁ তার আম্মুর সাথে পুরো বিষয়টা ব্যাখা করতে লাগল কেন সে রাগ করে চলে এসেছে। ওর কথার এক ফাঁকে রিয়া তার ফুপিকে সালাম দিল। আখিঁ কোন মতন সালামের উত্তর দিয়ে আবার কথার মাঝে ডুবে গেল। রিয়া আর কিছু না বলে কিছুটা বিরক্তি নিয়ে আবার নিজের বিছানায় এসে শুয়ে পড়ল। সামনে রিয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। রিয়া এমনিতেই পরীক্ষা জিনিসটা জমের মতো ভয় পায় তার উপর এ সময় ফুপির বাড়িতে আসাটা রিয়ার ভাল লাগছে না।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login