Posts

পোস্ট

প্রকৃত দিনের পথে চললেই সমালোচনা...

July 20, 2025

Mokaddes Hossain

108
View

পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছেন পর্দা করতেছেন কুরআন পাঠ করতেছেন...... দেখবেন মানুষ আপনাকে বলবে খুব তো নামাজি হইছো.... ঈমানদার হইছো,,,একদম আল্লাহর অলি.... যখনই কথাগুলো আপনি মানুষের কাছ থেকে শুনবেন বুঝে নিবেন যে তারা আপনার প্রতি হিংসে করতেছে কারণ তারা নিজেরা দ্বীনদার না আর কাউকে দ্বীনদার হতেও দিবে না....  মূলত এরাই হচ্ছে আপনার আসল শত্রু।   যদি ওই সব মানুষের কথাগুলো শুনে আপনার খারাপ লাগে  বড় করে একটা নিশ্বাস নিন আর ভাবুন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কত লাঞ্ছনা কত অপমানের শিকার হয়েছেন। কত মানুষের কটুকথা  শুনেছেন তিনি যদি সহ্য করে থাকতে পারে আমি কেন পারবোনা আমার সাথে তো আমার আল্লাহ আছেন।   ✍️Mokaddes Hossain

Comments

    Please login to post comment. Login