এক জন কে খুব ভালো লাগতো
সব সময় আমার হৃদয়ে থাকতো
তার ছবি আমার আয়নায় ভাসে
কখনো দূরে যায় কাছেও আসে।
চোখে চোখ রেখে বলতো কথা
হৃদয়ে ছিলো তার মহানুভবতা
আমার কষ্টে ব্যথা পেয়ে কাঁদে
আমার জন্য ধরা দিতো ফাঁদে।
বুঝতাম না কেন এমন মনে হয়
আমাকে বাঁচাতে শেকল গলায়
আমার জন্য মরতে পারে যে জন
জানলাম না স্রস্টার খেলা কেমন।
প্রেম কী জিনিস বুঝিনি দাঁত থাকতে
এখম আমি খুজি তাকে পথে পঘে।