Subtotal
0 ৳
Shipping and taxes calculated at checkout.
Continue Shopping →
পোস্ট
July 20, 2025
Mokaddes Hossain
হযরত আবু বকর (রা.) নির্জন জঙ্গলে চলে যাইতেন..... আর চিৎকার দিয়ে দিয়ে কান্না করে বলতেন হায় আমি যদি গাছের পাতা হইতাম তাহলে আমাকে আমার রবের সামনে দাঁড়াইতে হইতো না.... হযরত আবু বকর (রা.) দশজনের মধ্যে একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত..... তবুও তিনি ভয় করেন কিয়ামতের মাঠের বিচার কে.... তবুও তিনি ভয় করেন আল্লাহর সামনে দাঁড়াইতে.... হযরত আবু বকর (রা.)জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও পরকাল নিয়ে এত টেনশন....। সেই টেনশন আপনার আমার মাঝে আছে কি ❓ আল্লাহ সবাইকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন (আমীন) (আল্লাহুম্মাগফিরলি)
✍️Mokaddes Hossain