আমি আমার চৈতন্যের কলম দিয়ে
সম্পর্কের দুঃখের কালি ভর্তি করে
ভালোলাগার বিহ্বলতায় কবিতা লিখি
চম্বুকীয় ধাতুতে গড়া রুপের বর্ণমালা
টানের দড়িতে বেঁধেছি হৃদয়ের খাতা
পাতা উল্টে দেখি কাগজের শরীরকে।
বিরামহীন মাত্রা টান অক্ষর আটকে
প্রেম নামক যোগসূত্র টেনে কাছে আনে
কবিতার ভাষা কখনো হাসির ফোয়ারা
পূর্ব দিগন্তের নির্মল বাতাস বয়ে চলা
আবার কখনো দুঃখের বৃষ্টি ঝড়ে নয়নে
গোমরা মুখে মেঘ জমে আকাশের পানে।
আমি কবিতা লিখি প্রেমের অক্ষরে স্বাক্ষরে
কলম নায়কের ভালবাসায় আপ্লুত পত্র
সাদা মনের কাগজে চষে বেড়াই অসি ফলা
মাহেন্দ্রক্ষণে ভ্রুনের কিলবিল নড়া চড়া
দশক্ষণে ভূমিষ্ট শিশু কাব্যময়তার ভূবণে
হাত পা ছুড়ে ভালবাসার আর্তচিৎকার করে
আমি কবিতা লিখি সৃষ্টির উল্লাসে নিয়মে
আমি কবিতা লিখি জৈবিক চাহিদা মেটাতে