ফ্রানৎস কাফকার অপ্রকাশিত চিঠিপত্র,পান্ডুলিপি এবং আঁকা ছবি এখন অনলাইনেই দেখতে পারছেন তার ভক্তরা। দ্য ন্যাশনাল লাইব্রেরি অব ইসরায়েল এর ওয়েবসাইটে গেলেই মূল্যবান এসব সৃষ্টিকর্মের দেখা মিলছে। সংরক্ষণ, পুনরুদ্ধার, তালিকাভুক্তকরণ এবং ডিজিটাইজেশনের পর তার অপ্রকাশিত কাজগুলো প্রথমবার অনলাইনে প্রকাশ করা হয়েছে।
এই প্রকল্পের তত্ত্বাবধায়ক স্টেফান লিট জানিয়েছেন, কাফকার আঁকা প্রায় ১২০টি ছবি, ২০০ শ’র বেশি চিঠি আর্কাইভে আছে। চিঠিগুলো তিনি ঘনিষ্ঠ বন্ধু ম্যাক্স ব্রডের কাছে লিখেছিলেন। এই ডিজিটাল আর্কাইভটি সকলের জন্য উন্মুক্ত।
তিনি আরও জানিয়েছেন, কাফকার আঁকা ছবিগুলোর মধ্যে একটি ছিল তার মায়ের ছবি। আরেকটি লেখকের নিজের প্রতিকৃতি। ছবিগুলোতে কোনো স্বাক্ষর করা নেই। এমনকি এগুলো কবে আঁকা হয়েছে সে তারিখও দেওয়া হয়নি।
কাফকার অপ্রকাশিত কাজগুলো এখনো টিকে থাকার জন্য ম্যাক্স ব্রডকে ধন্যবাদ দেয়া উচিত। যদিও জীবদ্দশায় লেখক নিজ হাতেই পুড়িয়ে ফেলেছিলেন তার পান্ডুলিপির বড় একটি অংশ। কিন্তু যেটুকু বাকী ছিল তা নষ্ট করে ফেলার অনুরোধ করেছিলেন বন্ধুকে। কিন্তু ব্রড সে অনুরোধ রাখেননি।
১৯২৪ সালে কাফকার মৃত্যুর পর ব্রড এসব কাগজ সংরক্ষণ করার সিদ্ধান্ত নেন। ১৯৩৯ সালে তিনি নাৎসি অধিকৃত চেকোস্লোভাকিয়া থেকে পালিয়ে তেল আবিবে চলে যান। সেসময় তিনি অমূল্য এই কাগজগুলো নিজের সঙ্গে নিয়ে গিয়েছিলেন।
কাফকার বেশ কয়েকটি লেখা প্রকাশ করেন ম্যাক্স ব্রড। তার মৃত্যুর পরের বছর অর্থাৎ ১৯২৫ সালে বিখ্যাত উপন্যাস ‘দ্য ট্রায়াল’ প্রকাশিত হয়। কাফকার লেখা বেশ কিছু গল্পের সংকলনও প্রকাশ করেছিলেন ব্রড। বিংশ শতাব্দীর অন্যতম লেখক হিসেবে কাফকাকে প্রতিষ্ঠিত করায় মুখ্য ভূমিকা পালন করেছিলেন তিনি।
১৯৬৮ সালে ব্রডের মৃত্যুর পর কাফকার অপ্রকাশিত লেখাগুলো নিয়ে আইনি লড়াই শুরু হয়। এগুলোর গ্রন্থস্বত্ব নিয়ে বিবাদ দেখা দেয়। ইসরায়েলের ন্যাশনাল লাইব্রেরি কর্তৃপক্ষের মতে, এগুলি ইহুদীদের সম্পদ। মূল্যবান এই লেখাগুলো সুইস ব্যাংকের একটি ভল্টে লুকিয়ে রাখা হয়েছিল।
ইসরায়েলের সুপ্রিম কোর্ট কাফকার অপ্রকাশিত লেখাগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয় দেশটির ন্যাশনাল লাইব্রেরির কাছে। অবশেষে জুরিখের আদালতও একই রায় দেয়। ফলে কাফকার অপ্রকাশিত নথি, চিঠি এবং পান্ডুলিপির মালিক এখন ইসরায়েলের ন্যাশনাল লাইব্রেরি।
উল্লেখ্য, ফ্রানৎস কাফকা জার্মানভাষী উপন্যাসিক, ছোট গল্প লেখক। তিনি ১৮৮৩ সালে প্রাগের মধ্যবিত্ত এক ইহুদী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত সৃষ্টি দ্য মেটামরফোসিস। এটি একটি নভেলা। ১৯১৫ সালে জার্মান ভাষায় প্রথম প্রকাশিত হয়। তার কালজয়ী উপন্যাস দ্য ট্রায়াল। কাফকার লেখা থেকেই জন্ম নেয় সাহিত্যের একটি নতুন ধারা যা কাফকায়েস্ক নামে পরিচিত। ক্ষণজন্মা এই লেখক ১৯২৪ সালে মাত্র ৪১ বছর বয়সে মারা যান।
সূত্র: টাইমস অব ইসরায়েল