ফুল ঝড়ে পড়ে
---অমল সরকার
ফুলতো বাগানে ফুটেছিল কলি থেকে
গন্ধ ছড়াছিলো কুঞ্জবনে মৌ মৌ করে
লোভের মোহে যৌন আবেদনে ধেয়ে
কাঁটার আঘাত খেয়ে তুলতে গেলাম
ঝড়লো রক্ত বিদলো কাঁটা নিজ গায়ে।
সেই ফুলটি আদর করে মমতা দিয়ে
বুকে দিলাম সযত্নে নিরাপত্তার ঠাই
শুকালো আস্তে আস্তে পাঁপড়ি গুলো
পিনসে হয়ে বুকের মাঝে ছুড়ে চালায়।
আমার বুকের রক্ত চুষে ফুল রইলো
গভীর রাতে পূষ্প দেখি মৃত্যু হইলো।
This is a premium post.