কবিতা
রাতের কান্না
অমল সরকার
প্রতিটি রাত যেন আমার চোখে বন্যা
গভীর রাতে ঘুমের আগে আসে কান্না।
দিনের বেলায় ব্যথাদের রাখি ঠেলে দূরে
চোখ দিয়ে ঝরঝর পানি ঝড়ে মনে হলে।
তোমার মুখের ছবি যখোন ভাসে সামনে
কেঁদে ভাসি নিজে নিজে সবার গোপনে।
বহু বছরের ভালবাসা ফেলে গেলে চলে
আমায় কেন বাঁচিয়ে রেখে তুমি যে গেলে।
প্রতি রাতে তোমার কথা যখন মনে হয়
নির্ঘুম রাত কাটে এই প্রাণে নাই আর সয়।
This is a premium post.