দেখি চোখ বুজে
--অমল সরকার
ওই চেহারা সেই যে রুপের ছটা
বিদুৎ চমকে টেনে ধরে রেখেছে
ছাড়াতে পারি না হাতুড়ি পিটিয়ে
আঘাতের পর আঘাত আসে
কেঁদে ফিরি দেশে সাত সমুদ্রে
খুঁজে মরি ভালবাসার বাজারে
আসে ঝড় আসে তুফান ঘূর্ণি
নৌকা চলে ঢেউয়ের উর্মিমালা।
চোখ বুজে দেখি কতো কল্পনা
তাকিয়ে দেখি সামনে পিছনে
তুমি আর তুমি এখানে সেখানে
আকাশে বাতাসে গাছে গাছে।
চোখ বুজে দেখি তোমাকে আমি
কেউ দেখেনা তোমার রুপ সরুপ
আমি দেখি তুমি হৃদয় অপরুপ
চাঁদের আলোয় তুমি মুচকি হাসো।
আধার রাতে তুমি জোনাকির হয়ে
সূর্যের আড়ালে মেঘমালার মতোই।
This is a premium post.