শাওন হাসপাতাল থেকে বাড়ি এসে মনে পড়ে যায় সে দিন সাইমা ফোনে বলেছিলো নাইমা ঘুমের বড়ি খেয়ে মরণাপন্ন অবস্থা।
শাওন নাইমাকে দেখতে যাওয়ার পথেই দূর্ঘটনায় পড়ে। এই কয়েক দিন কিছুই মনে ছিলো না। সকালে মা নাস্তা দিয়ে জিজ্ঞেস করে
-- শাওন? চার দিন হাসপাতালে থাকলি অথচ আমরা কিছুই জানলাম না। বাড়ি ফিরে দেখছি তোর মনে কি যেন একটা দুশ্চিন্তা কাজ করে।
-- আমি নিজেই তো কিছুই জানিনা। কি দিয়ে হয়ে গেলো। দুই দিনের মাথায় রাস্তায় বেরুলাম, আবার এক্সিডেন্ট। মা কুঁকড়ে ওঠে
-- আহা,রে। তোর উপরে এতো ঝড় গেলো আর বাড়ির কেউ জানলাম না।
কয়েকটা দিন তোর আব্বা আমি বোন মিনু তো কেঁদে কেঁদে নির্ঘুম রাত কাটিয়েছে।
শাওন বললো
-- মা আমি হাসপাতালের বেডে শুয়ে খুব টেনশন করেছি যে তোমরা আমার জন্য অনেক চিন্তা করছোও