Posts

চিন্তা

অর্থকষ্ট

July 22, 2025

Tonu Akhter

54
View

আমরা ফ্রিতে সব চাই। একজন লেখকেরও যে অর্থের প্রয়োজন রয়েছে আমরা তা বুঝি না। আমাদের ধারনা লেখক বোধহয় রাজা মশাই টাইপ মানুষ তাই এদের অর্থের খুব একটা প্রয়োজন নাই।বিষয়টা এমন না আমরাও মানুষ আমদেরও অর্থের প্রয়োজন রয়েছে। এক সাক্ষাৎকারে বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ন আহমেদ বলেছিলেন তার কালজয়ী নাটক কোথাও কেউ নেই নাটকটি লিখার পিছনের উদ্দেশ্য। উনার ঐ সময় ঘরে টিভি ছিলনা। বাচ্চারা টিভির জন্য বায়না ধরতো। মূলত টিভি কিনার জন্য নাটকটি লিখেছিলেন।আশা করি পাঠক সমাজ এই বিষয়টা নিয়ে একটু ভাববেন দু পয়সা খরচ করলে এতে লস হবে না এতে একজন লেখকের অভাববোধ দূর হবে এবং সে আরো উৎসাহ পাবে লিখার জন্য। 

Comments

    Please login to post comment. Login