Posts

গল্প

কষ্টের কিছু কথা

July 22, 2025

Furkan Hasan

44
View

 আপনার পাল্কি উঠবে,
আমার খাটিয়া উঠবে।
ফুল আপনার ওপরও পরবে  
আমার উপর পরবে।,,,,।
তফাত শুধু এতোটুকুই ,,,,,
আপনি নিজে সেজে যাবেন ,,,
আর আমাক সাজিয়ে নিয়ে যাওয়া হবে,,।,। আপনি নিজের ঘরে যাবেন,,,
আমিও নিজের ঘরে যাবো ।,,,,।
লোক আপনার বাসাই থাকবে  ,,,
আমার বাসাই ও থাকবে ।,,,।
তফাত শুধু এতোটুকু।,,,,,
আপনার বাসার লোক গুলো হাসবে,,,  আর আমার বাসার লোক গুলো কাদবে,,,,,।
. কাজি ওইখানেও থাকবে ,,,,,,
হজুর এইখানেও থাকবে ।,,,।
আপনার বিয়ে হবে আর 
আমার জানাজা ।,,,,।
তফাত শুধু এতোটুকুই ,,আপনাকে করা হবে আপন ,,আর,, 
আমাকে করা হবে দাফন,,,,

Comments

    Please login to post comment. Login

  • Furkan Hasan 4 months ago

    বর্তমানে এরকম অনেক ঘটনা ঘটেছে ।