আপনার পাল্কি উঠবে,
আমার খাটিয়া উঠবে।
ফুল আপনার ওপরও পরবে
আমার উপর পরবে।,,,,।
তফাত শুধু এতোটুকুই ,,,,,
আপনি নিজে সেজে যাবেন ,,,
আর আমাক সাজিয়ে নিয়ে যাওয়া হবে,,।,। আপনি নিজের ঘরে যাবেন,,,
আমিও নিজের ঘরে যাবো ।,,,,।
লোক আপনার বাসাই থাকবে ,,,
আমার বাসাই ও থাকবে ।,,,।
তফাত শুধু এতোটুকু।,,,,,
আপনার বাসার লোক গুলো হাসবে,,, আর আমার বাসার লোক গুলো কাদবে,,,,,।
. কাজি ওইখানেও থাকবে ,,,,,,
হজুর এইখানেও থাকবে ।,,,।
আপনার বিয়ে হবে আর
আমার জানাজা ।,,,,।
তফাত শুধু এতোটুকুই ,,আপনাকে করা হবে আপন ,,আর,,
আমাকে করা হবে দাফন,,,,
44
View
Comments
-
Furkan Hasan 4 months ago
বর্তমানে এরকম অনেক ঘটনা ঘটেছে ।