Posts

পোস্ট

"প্রিয় মানুষ ও মূহুর্ত রা"

July 22, 2025

Rezwana Roji

180
View

মাঝে মাঝে সবকিছু ছেড়ে প্রিয় মানুষ গুলোর কাছে একটু সময় আর যত্ন চয় এমন। একটুখানি আদরে আবদারে প্রশ্রয় চায়।

সবার জীবনে  হয়তো এরকম মানুষ নেই,আর যাদের আছে, তাদের অপর প্রান্তের মানুষটি  এইটা উপলব্ধি করতে পারে না।

তারা অবহেলা করে,

অবহেলা বা অযত্নে ভেতর থেকে মানুষ একেবারে ভেঙ্গে পড়ে, পরিবারের মানুষদের দ্বারা অবহেলিত হলে মানুষ এতোটা ভেঙে পড়ে না, যতটা প্রিয় মানুষের অবহেলায় ভেঙ্গে পড়ে

আর আমরা প্রিয় মানুষের দ্বারাই বেশি অবহেলিত হই,

প্রিয় মানুষগুলোর একটু ভালোবাসা একটু যত্ন মানুষের জীবনটাই পাল্টে দেয়,

আসলে,,,,,

বিশেষ দিনগুলোতে প্রিয়মানুষ এর সাথে সময় কাটানোর অনুভূতিটাই অন্যরকম, কিন্তু সেটা আর কজন পায়, তবুও মুহূর্তগুলো থেমে থাকে না, মুহূর্ত রা কেটে যায় ,

জীবন ঠিকই চলে,

অথচ প্রিয় মানুষ গুলো একটু যত্ন নিলে, পাশে থাকলে ,জীবনের সেই মুহূর্ত গুলো হতে পারত জীবনের সেরা মুহূর্ত,,,,,

Comments

    Please login to post comment. Login