অভাবের সংসার। আজিজা খানৃ চল্লিশোর্ধ বয়েসি এই মহিলা স্বামী যা কামাই করে খরচ চলে না। একটু সাশ্রয়ী হিসেবে নিজে খড়ি খুটে রান্নার কাজ চালিয়ে নেন। এতে খড়ি কেনার টাকাটা বাচে। আজিজা খানম আজ একটু দেরিতে এসেছে তাই তাড়াতাড়ি কিছু মরা গাছের শাখা ভাঙতে গিয়ে দেখে। এক টা ব্যাগ পড়ে আছে। হাদ দিয়ে ব্যাগ টি তুলে নিতে গিয়ে দেখে খুব ভারি। ভাবে কি থাকতে পারে ব্যাগে? খুলে দেখে টাকা ভর্তি। অবাক হয়ে যায়। নিজেকে সংযত রেখে খড়ির ডাথে ব্যগটা নিয়ে আসে। কিছুদিন পর এক ভদ্রলোক আজিজার বাড়িতে আসে বলে
-- আপা, আপনি এই খড়িগুলো কোথায় থেকে এনেছে?
--- লোকটির কথায় রহস্যর গন্ধ পায়। বলে
--- কেন কি হয়েছে? আমি গত রাগে এই জঙ্গলে ডাকসতের কবলে পড়োছিলাম। আমার হাতে থাকা টাকা ভর্তি ব্যা জঙ্গলে ছুড়ে ফেলেছিলাম। আপনি কি বনে গিয়েছিলেন।। লোভের মোহে আজওার স্বামী বলে
-- না। ওতো বাড়িতেই। আজিজা লোকটির চোখ মুখের ভাষা দেখে বলে
আেপনি সত্যি কথা বলছেম তো?
-- এই আপনার পা ছুঁয়ে শপথ করে বলছি আমি মিথ্যা বলছিনা। আজিজা ঘর থেকে ব্যাগ এনে লোকটির হাতে দিতেই লোকঠি কেঁদে ফেলে বলে
-- আপনি আমার ধর
[ ] ধর্মের বোন। শশশ,,,৷,৷৷৷ ৷ ৷ , ,৷, শ, শ,