মামি নীলার থালায় ভাত দিতে চেষ্টা করতেই নীলা বা হাত দিয়ে।
---মামি, মামি আমি আর পারবো না।
--- মিনু তোর কয়টা ভাত দেই?
-- না, মা। মামি রমেশ কে বলে
-- রমেশ আমার নীলাকে কি তোর পছন্দ হয়? তাহলে বাড়ি গিয়ে কাকা কাকিমাকে বলবি একটা দিন দেখে যোগাযোগ করতে। রমেশ নীরব। নীলা মুখ খোলে
-- পছন্দ হয় মানে? মামি কি বলছো তুমি?
--- আরে পাগলি রমেশ আমার আপন ভাজতের মতো। অনেক সয় সম্পতি জীবনে কোন অভাব হবেনা।
-- কি বলতে চাও মামি খুলে বলোতো?
-- খুলে কি বলবো তোর বিয়ে দেবো আমার রমেশের সাথে। কি রে রমেশ বললাম না, আমার নীলা হাজারে একটা মেয়ে যার রুপ গুন দক্ষতা মেধা বুদ্ধি কোনটাই কমতি নাই। ওর বাবার অনেক টাকা পয়সা। নীলা তুই বল? রমেশ কি খারাপ ছেলে? রমেশ তোর নীলাকে পছন্দ হয় না? রমেশ হ্যাঁ সুচক মাথা নেড়ে
-- হবে না আবার। নীলাকে দেখে যে কেউ পাগল হবে। নীলা রাগত স্বরে বলে
-- রমেশ আমাকে পছন্দ করতেই পারে কিন্তু আমি তো রমেশ কে পছন্দ করি না।
কথা টা শুনে রমেশের চোখে মুখে মেঘ নেমে এলো।