মা বাবা খাওয়া দাওয়া করছে। নাইমা খেতে আসে। নিজ হাতে প্লেটে ভাত নিয়ে মা কে বলে
-- মা কিছু টাকা লাগবে। বাবা জানতে চায়
-- মা, তোর পরিক্ষার কতো দিন বাকি?
-- দুই মাস।
-- কতো টাকা লাগবে?
-- পাঁচ হাজার। মা বলে
-- এতো টাকা কেন?
-- এতো টাকা কোথায় মাত্র পাঁচ হাজার। মা বলে
-- টাকা পানির মতো খরচ করিস। এই টাকা কামাই করতে তোর বাবার কতো কষ্ট হয় বুঝিস? বাবা মাকে থামিয়ে বলে
-- তুমি দিয়ো। ভুলে গেছো। যে বছর আমার নাইমা তোমার পেটে এলো সেই মাসে আমার কোটি টাকার আর্ডার পেলাম। খুশিতে টগমগ হয়ে নাইমা বলে
-- মা শোন তুমি হলে গরিবের মেয়ে তাই তোমার মন ছোট। আর আমি বড় বাবার বড় মেয়ে। রহিম মিয়া হেসে ফেলেন। সাইমা এসে এই দৃশ্য উপভোগ করে বলে
-- তোমাদের মধ্যে আমি নাই। মা বললো
-- দেরি হয়ে গেলো খেয়ে নে। নাইমার খাওয়া শেষ। উঠে যায়। বাবা মনে কয়েক দিন হলো নাইমার ব্যাপারটা নিয়ে খোলসা করে জানতে চায় কিন্তু পরিবেশ হয়ে ওঠেনা।