Posts

গল্প

এক অচেনা লোকের ভালবাসা (পর্ব:২)

July 22, 2025

Prarthana Shahriar

Original Author জান্নাত তোহফা

Translated by প্রার্থনা শাহরিয়ার

71
View

৩. সাকুরা হাঁটতে লাগল। এখনো সে কাঁদছে। রাস্তা দিয়ে সে হাঁটছে কিন্তু তার হাঁটার দিকে কোন খেয়াল নেই। শুধু চিন্তা করতে লাগল আয়ানের প্রতারণার কথা। হাঁটতে হাঁটতে সাকুরা রাস্তার উপর চলে এলো তার সামনে থেকে দ্রুতগামী একটা ট্রাক আসছে। ট্রাকটা যখন অনেক কাছে চলে এলো তখন হঠাৎ আকাশের ফেরেশতার মতো কে যেন সাকুরাকে টান দিয়ে সরিয়ে আনল। 

অচেনা লোক: দেখে হাঁটতে পারো না? একটু হলেই তো একসিডেন্ট করতে?

সাকুরা: তাতে আপনার কি?

অচেনা লোক: আমার কি মানে?

সাকুরা: আমি মরে যেতাম। কে আমাকে বাঁচাতে বলেছে?

অচেনা লোক:(একটু রাগী গলায়) আজব তো। মাথা ঠিক আছে নাকি?

সাকুরা:( জোরে জোরে হাসতে লাগল। ১ মিনিট পর সে কাঁদতে শুরু করল) আমাকে কেন বাঁচালেন?মরে যেতাম আমি। 

অচেনা লোক: একজন মানুষ এভাবে বিপদে পড়ে আছে আমি কিভাবে না বাচিয়ে থাকতাম। 

সাকুরা: মৃত্যু আমার জন্য বিপদ নয়। 

অচেনা লোক: আচ্ছা বাদ দেও। তোমার বাসা কোথায় বলো। আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। 

সাকুরা: ধন্যবাদ। আমি একাই যেতে পারব। 

অচেনা লোক: না আমি তোমাকে দিয়ে আসব। আমার গাড়িতে ওঠ। 

সাকুরা: বললাম না। আমি একাই পারব। 

অচেনা লোক: আমি জানি তুমি পারবে, কিন্তু কোন বিপদ ঘটাবে তুমি। আমাকে তোমার সুরক্ষার জন্য পাঠানো হয়েছে। 

সাকুরা: মানে??

অচেনা লোক: কিছু না ওঠ। 

সাকুরা খুব অবাক হলো, কি বলছে এই লোকটা, এই চিন্তা করতে করতে গাড়িতে উঠল সাকুরা এবং বাড়ির দিকে রওনা হলো। 

৪. সাকুরা কাজ শেষে বাড়ি ফিরছে। রাস্তা পার হওয়ার সময় সে রাস্তায় আয়ান ও গতকালের মেয়েটিকে দেখল। 

 সাকুরা অশ্রুসিক্ত নয়নে তাদের দেখতে লাগল। 

(পাশ থেকে শুনতে পেল) মন খারাপ নাকি। 

সাকুরা পাশে ফিরে দেখল গতকাল তাকে বাসায় পৌছে দেওয়া লোকটি। সাকুরা অবাক হলে। 

সাকুরা: আপনি???

অচেনা লোক: হুম আমি। 

সাকুরা: (একটু জোরে নিঃশাষ নিতে বলল)না মন খারাপ না। 

অচেনা লোক:মিথ্যা বলছো কেন? আমি জানি তোমার মন খারাপ এবং কেন খারাপ সেটাও জানি। 

সাকুরা: ( একটু কৌতুহল নিয়ে) তাহলে বলেন তো কেন?

অচেনা লোক: আয়ানের জন্য 

সাকুরা : রীতিমত অবাক হয়ে গেল। এটা কিভাবে সম্ভব!!

অচেনা লোক: কি ঠিক বলিনি। 
সাকুরা:(চিন্তিত গলায়) আপনাকে কে বলল। 

অচেনা লোক: আমি গতকাল সব দেখেছি যা যা তোমার সাথে হয়েছে। আর আয়ান আমার ক্লাসমেট।

সাকুরা: আমি তো আয়ানের সব ক্লাসমেট কে চিনি কিন্তু আপনাকে তো চিনলাম না। 
অচেনা লোক:আমার নাম ক্যাভিন। মনে পড়েছে? 

 সাকুরা: হ্যাঁ। আপনি আয়ানের অনেক আগের ক্লাসমেট তাইনা। 

(এখন আমরা তাকে ক্যাভুল নামে সম্বদন করবো)

ক্যাভিন: হুম। 

সাকুরা: গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন? 

ক্যাভিন: না। 

সাকুরা:(কৌতুহলি ভাবে) কেন? 

ক্যাভিন: এমনই। 

সাকুরা: ওহহহহহ। 

ক্যাভিন: আচ্ছা তুমি বাসায় যাচ্ছিলে না?

সাকুরা: হুম। 

ক্যাভিন: চলো তোমাকে বাসায় দিয়ে আসি।

Comments

    Please login to post comment. Login