এ বছর এমি মনোনয়ন পাওয়া টেলিভিশন সিরিজগুলোর মধ্যে রয়েছে ‘হাউস অব দ্য ড্রাগন’। এইচবিওর এই টিভি সিরিজটি ছয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে। এই সিরিজটি মার্কিন লেখক জর্জ আর.আর. মার্টিনের উপন্যাস ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে।
ফায়ার অ্যান্ড ব্লাড, মার্টিনের লেখা কল্পনাধর্মী মহাকাব্যিক উপন্যাস। এতে টারগেরিয়ান রাজবংশের ইতিহাস বর্ণিত হয়েছে। এই রাজবংশটি ওয়েস্টেরসের সাত রাজ্য শাসন করেছিল। বইটি ২০১৮ সালের নভেম্বরে প্রকাশিত হয়।
এছাড়া মার্কিন লেখক জুলিয়া কুইনের ঐতিহাসিক রোমান্টিক উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত নেটফ্লিক্স সিরিজ ‘ব্রিজারটন’ পাঁচটি বিভাগে এমি মনোনয়ন পেয়েছে। পাশাপাশি ব্রিটিশ উপন্যাসিক মিক হেরনের স্পাই নভেল ‘স্লো হাউস’ অবলম্বনে নির্মিত টিভি সিরিজ ‘স্লো হর্সেস’ ৫টি বিভাগে মনোনয়ন পেয়েছে। এই সিরিজটি অ্যাপল টিভি প্লাসে প্রচারিত হচ্ছে।
উল্লেখ্য, আগামী ১৪ সেপ্টেম্বর এমি অ্যাওয়ার্ডস বিজয়ীদের নাম প্রকাশ করা হবে। যুক্তরাষ্ট্রে টেলিভিশন সিরিজের সবচেয়ে বড় পুরস্কার এমি অ্যাওয়ার্ডস।
সূত্র: কিরকাস