Posts

পোস্ট

জীবনের অভিজ্ঞতা।

July 23, 2025

Mst Mukta

177
View

 জীবনে কি কি ধরনের মানুষ দেখেছি । 

আমার জীবনে আমি বহু ধরনের মানুষ দেখেছি। একেবারে কাছ থেকে দেখেছি। একবার এক প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে এমন একজনের সাথে পরিচয় হলো যিনি যে কোনো পরিস্থিতিতে নব্বই ডিগ্রি ঘুরে যেতেন। তার সাথে কাজ করাটা ভীষণ কষ্টসাধ্য ব্যাপার। কোনো কিছু না করেও দোষ নিতে হতো। এই ধরনের লোকের কাছ থেকে শুধু একটা বিষয় শেখার আছে সেটা হলো এদের থেকে যতোটা সম্ভব দূরত্ব বজায় রেখে চলতে হবে। আর যদি কাজের প্রয়োজনো এদের শরণাপন্ন হতেও হয় তাহলে চোখ-কান খোলা রেখে কাজ করতে হবে। এই গেলো এক প্রকার মানুষ। আরেক ধরনের মানুষ পেয়েছিলাম একই কর্মস্থলে। তার ব্যাপার ছিলো এমন সে নিজের প্রয়োজনে সবচেয়ে নিচে নেমে যেতো আর প্রয়োজন ফুরিয়ে গেলে তার টিকি ছোঁয়া মুশকিল। এ ধরনের মানুষ এর কাছ থেকেও একই বিষয় শেখার আছে সেটা হলো এদের থেকে যতোটুকু পারা যায় দূরে থাকা। কারণ আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার কাছ থেকে সুবিধা নিয়ে সময়মতো ঠিকই আপনাকে বোকা বানিয়ে এরা চলে যাবে। 

আরেক ধরনের মানুষ পেয়েছিলাম যিনি খুবই স্পষ্টবাদী যে কোনো পরিস্থিতি তিনি স্পষ্ট কথা বলতে পছন্দ করতেন। তার সাথে যা কিছু ঘটে যাক তিনি কখনোই তার নীতি বদল করতেন না। এ ধরনের মানুষ এর কাছ থেকে খুব ভালো কিছু শেখা যায়। এরা সত্যের সাথে চলাফেরা করে। তাই  যতোটা সম্ভব এদের কাছাকাছি থাকা ভালো। আরেক ধরনের মানুষ পেয়েছি যিনি খুবই ভীতু প্রকৃতির। এই ব্যক্তিটি নিজের প্রয়োজনের কথাটা ও কখনো মুখ ফুটে বলতে পারতেন না। এ জন্য তাকে অনেক ভোগান্তিতেও পড়তে হয়েছে। তবুও তার কোনো পরিবর্তন দেখা যায় নি। এ ধরনের মানুষ এর কাছ থেকেও কিছু শেখার আছে সেটা হলো এদের কে কখনোই অনুসরণ করা যাবে না। নিজের প্রয়োজন টা যে মুখ ফুটে বলতে পারবে না সে জীবনে কোনো কিছু  অর্জনও করতে পারবে না। তাই  ব্যক্তিভেদে বুঝে শুনে চলা উচিৎ। আজ এই পর্যন্তই। আপনার জীবনেও  কি এমন  কোনো অভিজ্ঞতা আছে...?  থাকলে মন্তব্যে জানাবেন। ভালো থাকবেন। 

Comments

    Please login to post comment. Login