আগুন জ্বলে বাজারে
--অমল সরকার
সহিদ আলী চাকরি করেন। গোনা বেতন। কোন উপরি নাই। পাঁচ সদস্যর পরিবার চালান ওই মাইনে থেকে। প্রতিদিন অফিস যাওয়ার আগে বাজার করে দিয়ে যায় স্ত্রী রহিমার হাতে। রহিমার হাতে ব্যাগ দিতেই সে জ্বলে ওঠে
--- আজকে তুমি রান্নুা করে অফিসে যাবে।
-- তার মানে কি বলছো তুমি!
-- হ্যাঁ ঠিকই বলছি। হাঁ করে রহিমার মুখের দিকে অপলকে তাকিয়ে থাকে। কয়েক বছর হলো রহিমার ব্যাবহার খারাপ হয়ে গেছে। কখনো সহিদ আলীর সাথে নরম সুরে কথা বলে না। দিন দিন বেড়েই চলেছে। সহিদ আলী ব্যাগটা দিয়েই তাড়াতাড়ি সরতে পারলেই বাঁচে। আমার অফিস যাওয়ার সময় হয়ে গেছে। রাগে গরগর করে রহিমা ব্যাগ হাতে রান্না ঘরে ঢোকে আর বলে
-- যদি দয়া করে কোন ভালো সদায় করে। এ সব খাওয়া যায়? ছেলে মেয়েরা ভাতই মুখে তুলতে চায়না। সহিদ আলী যাচ্ছে আর ভাবছে বাজারদরে যে হারে জিনিস পাতির দাম বেড়েছে বেতনের টাকায় সামনের মাসে কি করবে। কে যেন সহিদ আলীর কপালে হাত দেয়। চেতনা ফিরে তাকিয়ে দেখে রহিমা তার কপালে হাত বুলিয়ে দিচ্ছে। সহিদ আলী জিজ্ঞেস করে
-- আমি কোথায়? কাঁদো কাঁদো গলায় রহিমা বলে
- তুমি হাসপাতালে। গত কাল অফিস যাওয়ার সময় অজ্ঞান হয়ে রাস্তায় পড়েছিলে।