বন্ধুর জীবনে চাঁদনীর গুরুত্ব
---ওমর ফারুক
চাঁদনি রাতে
চুপটি বসে,
ভাবি বন্ধু
আলো যেন বেশে।
অন্ধকারে
পথ চলিতে,
বন্ধু আলো
জ্বালে নিরবে।
দুঃখ এলেই
চেহারা মলিন,
বন্ধু হাসে
আনে সে বিলিন।
চাঁদনি যেমন
স্নিগ্ধ করে,
বন্ধু তেমন
প্রাণে ভরে।
চাঁদ ছাড়া কি
জোছনা হয়?
বন্ধু ছাড়া
জীবনও নয়।
বন্ধু মানে
আলোর হাত,
চাঁদনীর মতো
চিরসাথী তাত।