Posts

উপন্যাস

নীলান্জনার ফিরে আসা (Premium)

July 23, 2025

Omol Sarkar

Original Author অমল সরকার

0
sold
নীলান্জনার ফিরে আসা
---অমল সরকার

দ্বাবিংশ পর্ব
রাত দশটা বাজে ঘরে হিমাদ্রির বাবা নগেন্দ্রনাথ মা দেবীকা নিজেদের মধ্যে বোঝা পড়া করতে চাইছে নগেন্দ্রনাথ বললো
--- দেবীকা আমার একটা জিনিস সন্দেহ হয়, জানো?
-- কী?
-- আমার মনে হয় আমাদের হিমু কোন মেয়ের সাথে প্রেম করে। দেবীকা বলে
-- কই সে রকম কোন কথা তো কানে এলো না। কেউ তো দেখলোওনা। তাহলে শুধু শুধু ছেলেটাকে দোষ দেই কিভাবে।
নগেন্দ্রনাথ স্ত্রী কে বোঝানোর চেষ্টা করে।
বলে
-- দেখ হিমুর মা। হিমু খুব ভালো ছেলে যার জন্য এসব কাউকে বুঝতে দেয়না। দেবীকা পান বানিয়ে স্বামীর হাতে দিতে বলে
-- কি জানি আমরা ওই প্রেম টেম বুঝিও না। তুমি ভালো করে খোঁজ নিয়ে দেখো।
নগেন্দ্রনাথ পান মুখে পুরে বলে
--- বিগত দিনের কয়েকটি ঘটনায় আমার অনুমান হয় হিমু কোন ভালো একটি মেয়ে ভালবাসে।
কথা শেষ হতেই ঘরে ঢোকে মিনু। সে বলে
বাবা? দাদা আসেনি এখনো আসেনি?
-- না তো এখনো আসেনি।
-- রাত কয় টা বাজে খেয়াল আছে? এই খারাপ শরীর নিয়ে বাইড়ে থাকা আসুক।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login

  • Omol Sarkar 4 months ago

    গভীরে প্রেম গাঁথা