এই গল্প নজিপুর গ্রামের তাওহিদ কুমারের,
পুরানো আসবার পত্র, ঘর সাজানোর জিনিসের দোকান তার,,, সে লোকের বারি বারি গিয়ে পুরোনো জিনিস পত্র জোগার করে নিয়ে আসে,, এইসব জিনিস পািকারিতে বিক্রি করে ,, এই ভাবেই কোন রকম দিন পার হয় তার একদিন তার ঠেলা গাড়ি নিয়ে,পুরোনো জিনিস পত্র এনে সব গুছিয়ে রাখছিলো,,,তাওহিদ ,,
তাওহিদ ঃ ওহ বরো হয়রানি হলো আজ,, সারা গ্রাম জুরে পুরোনো জিনিস জোগার করে আনা কি মন কথা,,কিন্তু এসব দিয়ে তো আর দিন কাটছে না ,,, জাই সব গুছিয়ে রাখি,,
গুছানো শেষে তাওহিদঃ আরে আরে আরে এই কলসিটা তো অন্য কলসির থেকে আলাদা,, জাই বাসায় গিয়ে গিন্নিকে দিয়ে আসি
বাসায়
তাওহিদ ঃ গিন্নি আরে ও গিন্নি
গিন্নি ( কুসুম) ঃ হ্যা কি হয়েছে
তাওহিদ ঃ দেখো আজ এই কলসিটা পেয়েছি ,, ভালো করে ঘসে ধৃুয়ে নাও তো
গিন্নি( কুসুম)ঃ না জানি কার ব্যাবহার করা জিনিস এটা ফেলে দিয়ে এসো
তাওহিদ ঃ আবার দোকানে আনতে হলো কলসিটা,, হ্যা বাসায় গিয়ে লুকিয়ে রাখবো,
জেই ভাবা সেই কাজ
গভির রাতে
তাওহিদ ঃ গিন্নি মনে হয় ঘুমিয়ে গেছে, জাই কলসিটা ধুয়ে রাখি, সব ব্যাবস্থা করা আছে
ধৌত করার পর, কলসিটা কথা বলতে লাগলো
কলসি ঃ জা হচ্ছে ভালোই হচ্ছে,, আর জা হবে ভালোই হবেো
তাওহিদ ঃ আরে এই কলসিটা কতা বলছে,, এটা আর পাচটা কলসির মতো নয়
কলসি ঃ তুমিও আর পাচজনের মতো নও তাওহিদ,, এত জত্ন কোন দিন কেউ করে নি আমার
তাওহিদ ঃ কিন্তু আমি তোমাকে এখন কি করি
কলসি ঃ তুমি আমাকে ফেলে দাওনি,, তাই আমি এখন তোমার মতো গরির,দুখিদের সাহায্য করবো
তাওহিদ ঃ সত্যি,, সত্যি তো
কলসি ঃ হ্যা তুমি শুধু সব সময় আমায় তোমার সাথে রেখো
বেশকিছু দিন পর
কলসি ঃ তাওহিদ আমি তোমাকে একটা গুপ্ত ধনের সন্ধান দিতে পারি,, দেখো আমায় ভালো করে দেখো
পরের দিন
তাওহিদ ঃ চিরে গুর বেধে নিয়েছি রাস্তায় খেয়ে নেওয়া যাবে
রাস্তায় এক বৃদ্ধা ও তার স্বামী ঃ ওহে বাছা কোথায় জাও,, গিয়ে আমাদের ভুলে জেও না
চলতে চলতে এক চাষা ঃ ওহে ভাই আমিও তোমার সঙ্গে জাই
তাওহিদ ঃআগে আমি জাই,, দেখি সেথায় কি পাই,,সোনা রুপা হিরা জা চাই
চলতে চলতে জঙ্গলের পথে এক কুঠুরিনি ঃ ওহে ভাই আমি তোমার সঙ্গে জাই
তাওহিদ ঃআগে আমি জাই,, দেখি সেথায় কি পাই,,সোনা রুপা হিরা জা চাই
চলতে চলতে সে এক ঝর্ণার সামনে এসে পৌছালো ,, ঝর্ণার পানি ছোয়ার সাথে সাথেই,, বন্ধ গুহার মুখ খুলে জায়, তাওহিদ সেখানে ঢুকে পরে এবং দেখে চারিদিকে শুধু সোনা আর সোনা,, সে লোভে পরে বলতে লাগলো
তাওহিদ ঃ এই সব সোনা আমার ,, সাথে সাথেই বিজলি চমকালো,, তাওহিদ ছিটকে দুরে গিয়ে পরলো
আকাশ তেকে আওয়াজ এলো এই সব তোমার নয়,, তুমি ভুলে গিয়েছো তোমার দ্বায়িত্ব , এর শাস্তি তুমি পাবে
তাওহিদ নিজের ভুল বুঝতে পারে এবং গ্রামে, মাঠে, জঙ্গলের পথে বলতে লাগলো,,
তাওহিদ ঃ এগিয়ে দেখো ভাই,,ঝর্ণা পাহাড় টাই,, সোনা দানা, হিরে,মতি, জার জেটা চাই,,
সাথে সাথে সবাই গায়ের হবে জায়
এবং তাওহিদ সুখে শান্তিতে বাকি দিন গুলো কাটাতে লাগলো
সমাপ্ত
ধন্যবাদ গল্পটি শেষ পর্যন্ত পরার জন্য,,