তোমাকে ভালবেসে
আমি তোমাকে ভালবেসে
এই প্রাণ করে দেবো দান
তোমার জন্য হয়ে যাবো মরা
তোমাকে পাবার লাগিয়া ধরা।
এই জীবনে তুমিই যে বান্ধব
পৃথিবীতে তুমি ছাড়া আন্ধার
তোমাকে চাই তোমাকে চাই
এই মন্ত্র জপে মরিতে যে চাই।
তুমি ছাড়া বিশ্ব আমার ফাঁকা
তুমি ছাড়া জীবন আমার একা
তুমি বাঁচাও তুমি মারো আমার
ছাড়া ভাবনায় নাই কিছু আর।
54
View