হে শিকারী
তোমার ওই চুরিদার হাতে
কাছে আসার ধনুক হাতে ধরে
বাঁকা চাহণির তীর অপলক নিশানায়
ছুড়ে দিলে এই হৃদয়ের মাঝে
বিদ্ধ হলাম আমি।
তোমার শরাঘাতে কাতর পাখির
ডানা ঝাপটে ছটপট করে
লুটিয়ে পড়ে তোমার পদতলে
প্রেমের বিষ মাখানো তীর কলিজায়।
উচ্ছ্বাস উদ্যোম টগবগে রক্ত
হীমশীতল টানের দড়ি দিয়ে নেধে
নিয়ে যায় নীলাকাশের ওই নীলিমায়
হে শিকারী, তুমি শিকার ধরো
কেনই বা আবার ছাড়ো।
ব্যাঙের মতো সাপ হয়ে গিলে
কেন আবার উগড়ে দিলে
হাতের পুতুল করে তুমি খেলাও
বাঁচিয়ে কেন মারো হে শিকারী।
56
View