বিষে নীল দেহ
বিংশতম পর্ব
নাইমা কতো দিন শাওনের সাথে কথা বলে না মনের ভেতর টা গুমরে কাঁদে যা কাউকে বলতে পারেনা। সাত বছরে ভালবাসা একটু অভিমানের কারনে আজ কতো দূরে। প্রতিটি ঘন্টা নাইমার কাছে দুশস্হ যন্ত্রণা দিচ্ছে।
গাড়ি থেকে নেমে ভার্সিটির ক্যাম্পাসে ঘুরে খোঁজে। দেখা হয় বান্ধবী সায়লার সাথে নাইমা ওকে জিজ্ঞেস করে
-- দোস্ত৷ সায়লা শাওন কে দেখেছিস?
-- নারে দোস্ত। বেশ কিছু দিন হলো আমার চোখে পড়েনি। আমি শুনেছিলাম তুই নাকি শাওনকে ছেড়ে দিয়েছিস? কি করে পারলি বল?
-- ছাড়তে চাইলেই কি আর ছাড়া যায় বন্ধু।
-- তবে ভুল কিন্তু তুই করেছিস। ঘুরি উড়াবি সূতা কেটে দিয়ে? লাটাই হাতে রেখে
ঘুরি উড়াতে হয় বুঝলি।
-- বরে না, আমি না হয় একটু অভিমান করলাম। ওতো আমাকে বোঝাবে তা না করে উল্টা আমার উপর ক্ষেপে গিয়ে আমাকে ইনসাল্ট করলো। তখন আমি আর সহ্য করতে পারলাম না। সায়মা বললো
-- আমি শুনেছিলাম, তুই ক্কিনিকে ছিলি শাওন তো দেখতে যাওয়া পথে এক্সিডেন্ট করে হাসপাতালে ছিলো। তারপর আর জানিনা। নাইমার ভিতর টা কেঁদে ওঠে।
63
View
Comments
-
Omol Sarkar 4 months ago
বিচ্ছেদ বিষে নীল হয় দেহ