তোমার জন্য এই ভূবণে
অমল সরকার
প্রথমে চোখে চোখ পরে ঈশারা
প্রথম ভয় পেয়ে পরে দিলে সারা
কাছে এলে ভালবাসে টেনে নিলে
সারা দিলাম আমি তোমার চাওয়া।
কথা বলা ভালবাসার আবেগাপ্লুত
বুঝতে পরালে হৃদয়ে জাগে বপ্লুত
তুমি ছাড়া আমি বুঝি না যে কিছু
আমি বিনা তোমার জগত মিছে।
সম্পর্কের কোর্টে গিয়ে উইল মন
আমি তোমার হয়ে গেছি এখন
ইচ্ছে করে ফিরতে পারবোনা আর
আমার আমি নাই আমি যে তোমার।
43
View