Posts

চিন্তা

কোথাকার জল কোথায় গড়ায়

July 24, 2025

Omol Sarkar

88
View

কোথাকার জল
কোথায় গড়ায় 

অমল সরকার 

দিন দিন জিনিসপত্রের দাম বেড়েই চলে থামার নাম নাই।
সেই উনিশ শ একাত্তরের পর থেকে পঞ্চাশ পয়সা সের চাউল, তখনকার ওজন ছিলো সেরএর মানে। চুয়াত্তর সালে দেশে দূর্ভিক্ষ দেখা দিলো, কয়েক বছরের ব্যাধানে চাউল আট টাকা সের দরে বিক্রি হতে লাগলো। 
তারপর শুরু হলো মূল্য বৃদ্ধির অগ্রযাত্রা। 
সরকারি চাকুরের স্কেল বাড়ে তির তির করে জিনিসের দাম বাড়ে। আমদানি পন্য ডলারের দাম বাড়ার সাথেই বেড়ে যায়।
বিদুৎ এর দাম রাড়ায় সরকার এই খরচের অজুহাতে বাজারে জিনিস পাতির দামও বেড়ে যায়। তেলের দাম বাড়ে পন্যর মূল্য বৃদ্ধি পেতে থাকে।
করোনা মহামারি শুরু, ব্যবসায়ীরা জিনিস পাতির দাম বাড়িয়ে বিক্রি করে। পরে বাঙালির গা সওয়া হয়ে যায়।
ইউক্রেন যুদ্ধ আমদানি পন্যর উপর খড়গ।
বেড়ে যায় সব পন্যের মূল্য। বাজেটে মূসক উতসকর বসে বাড়ে জিনিস পাতির দাম। 
এই ভাবে বাড়তেই থাকে। কোথাকার জল কৌথায় গিয়ে গড়ায়।
 

Comments

    Please login to post comment. Login