Posts

নিউজ

সামার রিডিং লিস্ট প্রকাশ করলেন বিল গেটস

May 27, 2024

নিউজ ফ্যাক্টরি

Featured Image
195
View
মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসের পড়ুয়া হিসেবে খ্যাতি আছে। তিনি প্রতি বছর সেরা বইয়ের একটি তালিকা প্রকাশ করেন। পাশাপাশি গ্রীষ্মকালে পড়ার জন্য একটি সামার রিডিং লিস্ট বা গ্রীষ্মকালীন বইয়ের তালিকাও তৈরি করেন। চলতি বছরও তার ব্যতিক্রম হয়নি। ২১ মে তার ব্লগপোস্টে এই গ্রীষ্মে পড়ার জন্য কিছু বইয়ের নাম সুপারিশ করেছেন তিনি।

গেটসের এবারের গ্রীষ্মকালীন বইয়ের তালিকায় মাত্র একটি ফিকশনের বই স্থান পেয়েছে। ‘দ্য উইমেন’  নামের উপন্যাসটি লিখেছেন মার্কিন লেখক ক্রিস্টিন হান্না। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত বইটি একটি ঐতিহাসিক কল্পকাহিনী। ভিয়েতনাম যুদ্ধের প্রেক্ষাপটে এটি লেখা হয়েছে।   

২০২৪ সালের বিল গেটসের সামার রিডিং লিস্ট এক নজরে দেখে নেওয়া যাক। 

১. ক্রিস্টিন হান্নার ‘দ্য উইমেন’ 

২. ক্রিস অ্যান্ডারসনের ‘ইনফেকশাস জেনেরোসিটি’  

৩. ডেভিড ব্রুকসের ‘হাউ টু নো অ্যা পারসন’ 

৪. খান একাডেমির প্রতিষ্ঠাতা সালমান খানের ‘ব্রেভ নিউ ওয়ার্ডস’ 

সূত্র: কিরকাস  

 

Comments

    Please login to post comment. Login