Posts

কবিতা

আহ্বান

July 24, 2025

Omol Sarkar

58
View

কবিতা 
আহ্বান
--- অমল সরকার 
চারি দিকে ঘুটঘুটে আধার 
চোখে দেখা যায়না কিছুই 
ঝিঁঝিঁ পোকার গান হুতুৃমের কু 
বাঁদুরে উড়ে যাওয়ার পাখার শব্দ
দূরের ঝোঁপে শিয়ালের হুক্কাহুয়া 
হুতুম পেঁচার উঃ উঃ সুর তোলা
পল্লী গাঁয়ের ওই বাড়িতে 
শিশু দুধের জন্য কেঁদে ওঠে ওমাওমাওয়া। 

প্রকৃতি তার কালো রঙের
সাদা ভূমি কাগজে লিখে চলেছে কাব্য
চাঁদকে ছুটি দিয়ে জ্যোস্নাকে নাইওরে
আধার কালো রঙের প্রেমে মশগুল 
নীরবতায় অনুধাবন ধ্যান গম্ভীর তৃপ্তি
নিশি প্রহরী শারমেয় ঘেউ ঘেউ সুরে
গেয়ে যায় থেকে প্রকৃতির দূরবীন থেকে শেখা কোরাস সংগীত। 

এরই মাঝে শোনা মধুর আহ্বান 
চিরন্তন কাছে নেওয়ার ডাক
কে যেন ডাকছে বন্ধু আমার কাছে
চলে এসো সব ফেলে। 

ইচ্ছে করে আরো কিচ্ছু আরো ভোগ
বন্ধু বলে ও সব মিথ্যা মরিচিকা
আমিই তোমার আপন
এসো আমার কোলে। 

কেটে যায় আধার কোলাহলে মুখর
স্বেত শুভ্র আলোর মিছিলের দিকে যাই
কারা যেন হাঁউমাঁউ করে উচ্চস্বরে 
চোখের জল ফেলে কেঁদে চলে বিয়োগে।

Comments

    Please login to post comment. Login

  • Omol Sarkar 4 months ago

    আহ্বান জানায় পরম প্রভু যিনি ছিলেন আছেন