এক পলক দেখা
অমল সরকার
এক পলক দেখা হলো তোমার সাথে
সেই যে সেই দিন রোদ বিকেলে পথে
ঈশারায় ডাকলে তুমি আমাকে কাছে
সারা দিলাম হৃদয় টানে কষ্ট পাও পাছে।
আজও সেই স্মৃতি মনের মাঝে আ্কা
তুমি ছাড়া আমার এই জীবনটা ফাঁকা
আমার তোমার চলার পথ আঁকাবাঁকা
তুমিই যে আমার চিত্রপটে ছবি আঁকা।
না বলে কোথায় গেলে আমায় ফেলে
দূর গগণে ডানা মেলে আকাশ চাঁদ হলে
আমি তোমার প্রথম দেখে ভালবাসিয়া
আবার তুমি দেখা দেও স্বপ্নে ভাসিয়া।
সেই তুমি আর এই তুমি কতো ব্যবধান
বাঁচালে ভালবাসা দিয়ে কেড়ে নিলে প্রাণ।
65
View