নীরব রাতের আকাশ জুড়ে,
তারারা যেন স্বপ্ন বুনে,
একাকীত্বের গভীর বুকে
চুপটি করে বসে চাঁদ শুনে।
হাওয়ায় ভেসে আসে কান্না,
অচেনা কোনো ব্যথার গান,
জীবনের এই পথ চলাতে
হারিয়ে গেছে কত জনমান!
মন বলে, "থেমে যা এবার",
তবু হৃদয় বলে, "না, চলি",
আলো আঁধারের এই লুকোচুরি
তবুও দেয় আশা নতুন ভোরের খোঁজি।