নীলান্জনার ফিরে আসা
অমল সরকার
ত্রিবিংশ পর্ব
মামির ইচ্ছা নীলান্জনার ভালো মনে হলো না। মনে মনে সিদ্ধান্ত নেয়। আমি আবার হিমাদ্রির কাছেই ফিরে যাবো। সকাল বেলা ব্যগ গুছিয়ে মিনুকে বললো
-- মিনু আমি বাড়ি যাবো। মামি একথা শুনে কাছে এসে জিজ্ঞেস করে
-- কিরে নীলা? তোর জন্য আমি---- কথা শেষ না হতেই নীলান্জনা বলে
--- মামি। আমি আসলে বিয়ে,,,
-- রমেশ কে পছন্দ না হয় আরো কতো ছেলে আছে না? তাই বলে তুই চলে যাবি।
-- মামি তোমাকে আজ একটি সত্যি কথা বলি। আমি বাড়ির কাছের একটি ছেলেকে ছোট বেলা থেকো ভালবাসি। কয়েক দিন আগে ওর সাথে রাগ করে বাড়ি থেকে তোমাদের এখানে আসি। চোখ ছল ছল করে নীলান্জনার। দম আটকে আসে আর কোন কথাই বলতে পারেনা। মিনু জানে কিন্তু কোন কথা বলছেনা এতো দিনও বলেনি কাউকে। মামি অনিচ্ছুকৃত খুশি হয়ে বলে
--- ঠিক আছে। তাহলে এখানে আসলি যে? কয়েক আগে আমি আর হিমাদ্রি কথা কাটাকটি করে অভিমানে আর ওর সাথে যোগাযোগ করিনা। মামি দেখলো আর কিছু বলার নাই। আর পরের মেয়ের জেলে কে বা বহণ করতে চায়। তাই নিজে ভালো সেজে বললো
-- দেখতো পাগলি মেয়ে কোথাকার? এতো দিন তুই আমাকে কেন বলিসনি?
--- লজ্জায়।
--- আচ্ছা তোর যেটা ভালো মনে হয় কর।
আমি তোর মঙ্গল চাই এটাই শেষ কথা। পরে সেখান থেকে নীলান্জনা বাড়ি ফিরে আসে
57
View
Comments
-
Omol Sarkar 4 months ago
একটি নিটল মিষ্টি প্রেমের কথা