
ভেবেছিল যারা, দেশটা খেলা,
দখল নিলো রাতেই ভেলা।
নীতির নাম নাই মুখে,
চোর বসে আজ মন্ত্রীর সুখে!
উপদেষ্টা, না কি দানব?
নয় কাজের, শুধু বানায় ফাঁদ।
ঘুষে, দখলে, কথায় বাজে,
দেশটা দিলো ধ্বংস সাজে।
আজকে যখন জ্বলছে ঘর,
তাদের মুখে বিলাপ পরপর।
দায় ছুঁড়ে দিলো বিএনপির পায়,
নিজেরা যেন ফেরেশতা হায়!
না ভাই, এবার চল হোক সোজা,
চোরের গায়ে দিই আগুন রোজা।
পরের বার হবে যদি হামলা,
উপদেষ্টার ঘাড়েই পড়ুক কামলা।
এই দেশ তোমার বাপের নয়,
জনতার রোষে জ্বলবে নিশ্চয়।
পালাও এখন, যত পারো,
নইলে ঝড়টা তোমাদের হার মানাবে, জানো তো ওরা কারা!