Posts

কবিতা

দায় কার?

July 24, 2025

মাসুদ হোসেন

42
View

যে যা খুশি করেছে আগে,

ভাবেনি একবার হবে কি বাধা।

আজকে সবার মুখে ব্যথা,

বলছে—"দায় বিএনপির মাথা!"

কাজের বেলায় করল খেলা,

গোষ্ঠী-দল নিলো যা চায় ভেলা।

আজকে তারা কাঁদছে চুপচাপ,

বলে—"আমরা তো নিরীহ, সাব!"

কিন্তু সত্যি খোঁজ নাও খালি,

দায়টা কার, খোঁজো ভালো করে সালি!

উপদেষ্টারাই চালায় জোরে,

তাদের হাতেই দেশের ডোরে।

তাই পরের বার যদি চাও বিচার,

হামলার নিশান বানাও ওনার।

ক্ষমতার খেলা যদি থামাতে চাও,

উপদেষ্টাদের আগে খাতা দেখাও।

Comments

    Please login to post comment. Login