Subtotal
0 ৳
Shipping and taxes calculated at checkout.
Continue Shopping →
পোস্ট
July 24, 2025
Mokaddes Hossain
মেয়েটা/ছেলেটা অনেক দ্বীনি... পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে,রোজা রাখে, পর্দা করে,ননমাহারামকে,এড়িয়ে চলে....., শুধু একটু বাংলা নাটক দেখে সে মনে করে এটা তেমন কোন পাপ না..... এটা স্বাভাবিক...(নাউজুবিল্লাহ)...... প্রতিটা নাটক বিয়ের আগে হারাম রিলেশন করা কে প্রমোট করে প্রতিটা নাটক মেয়েদের কে পর্দা ছাড়া চলতে উৎসাহ দেয়.... যারা এই নাটক দেখে তারা কখনোই প্রকৃত মুমিন নয়...তারা কখনোই প্রকৃত ঈমানদার নয়। তারা নামাজ পড়তে পড়তে যদি নিজের কপালের চামড়া তুলে ফেলায়...আর এই হারাম নাটক দেখা থেকে যদি বিরত থাকতে না পারে... তাহলে আল্লাহর কাছে তাদের এই ইবাদতের কোন মূল্য নাই।
✍️Mokaddes Hossain